Preheat Oven: 450°, Bake for 40min!
Ingredients:
1. Pink Salmon,
2. Mozzarella and Cheddar Cheese,
3. Mayonnaise and Ranch,
4. Vegetable Mix,
5. Salt & Pepper.
© AlvnaK
Preheat Oven: 450°, Bake for 40min!
Ingredients:
1. Pink Salmon,
2. Mozzarella and Cheddar Cheese,
3. Mayonnaise and Ranch,
4. Vegetable Mix,
5. Salt & Pepper.
© AlvnaK
When Students took charge to ensure Road Safety.
Thoughts:
যদি ছোট পরিসরে খেয়াল করি,
তাহলেই দেখব একটু ক্ষমতাই মানুষকে কতটা স্বৈরাচারী মনভাবের করে তোলে।
সেটা হোক কোন মন্ত্রী অথবা কোন সামান্য কর্মচারি। কর্মচারিও একজন মুচির কর্মে রাজকীয়তা অনুভব করেন।
শিক্ষিত মূর্খের দলও আজ ভারী, শুধু স্বার্থটাই আসল হয়ে উঠেছে।
নেশায় মত্ত মানুষের কোন সময় নেই মানবতা নিয়ে ভাবনা, কারন সে তো আছে কাগজপত্রের উপহাসে।
বিত্তবানেরা অট্টালিকায় বসে আজ তামাশা দেখেন, বড়জোর উহ্ আহ্ করেন কেউ কেউ বোকাবাক্সের অথবা মুঠোফোনের নিউজফিড দেখে।
যারা আজ রাস্তায় তারা কারা? এত সাহস এই ছোট ছোট প্রানগুলো পেলই বা কোথায়? আসলে সাহস বেপারটাও যে এদের আবেগ থেকেই আসা, এরা যে স্বার্থের খেলায় এখনও মত্ত হতে শেখেনি।
দেশটা বড় প্রিয় আমার, স্বাধীনতার সেই নিঃস্বার্থ ত্যাগ, জীবনের মায়া না করা জনসাধারণ ভবিষ্যত প্রজন্মকে দিতে চেয়েছিল এক মুক্ত হাওয়ার দেশ, তারা কোন দলের সদস্য ছিলেন না যখন হানাদার বাহিনী তাদের দেহ গুলিতে ঝাঁঝড়া করে দিচ্ছিলো। তারা সাথীদের হারিয়েও পলায়ন পন্থা বেছে নেন নি। তারা শুধু ভবিষ্যত প্রজন্মকে নিয়েই স্বপ্ন দেখেছিলেন, কোনও রক্তের সম্পর্ক ছিলনা কিন্তু ছিল দেশ এবং আত্মার ভালবাসার টান, মানবতার টান।
আসলেই কি এত অবিচারের কোন শাস্তি নেই? ধামাচাপা আর কতদিন? দোষারোপ করা আর কতদিন? দিনের কি শেষ হয়না? হয়। বিধাতার বিধান আজ খুব কম মানুষ তোয়াক্কা করলেও খন্ডানো যায়না, যাবেনা। পূর্বে রাজত্বের পতন যেমন হয়েছে, অন্যায়ের পতন কেউ দেখুক না দেখুক তা অবধারিত।
Date Written: August 4, 2018
© AlvnaK
Life is mysterious.
Or probably growing up, updates the system and develops some weird(in a good way) qualities.
Now days, bad news or troubled times don’t make the tears to fall down from the cheeks. Mostly standing still, hearing or processing, searching for probable solution or how to cope with the day roams around through the mind; as no one has control over abrupt catastrophes!
Throughout life it is very important realizing that we’ll have to lower all kinds of expectations from another human being. Because higher expectations only will hurt in the end.
Also one more thing, now days, kindness touches me the most. Random act of kindness coming from random people, when somebody does something good for another without expecting anything in return. Sometimes just seeing someone doing random good acts clear the ugliness of the heart and sometimes that gratitude might make the eyes go all teary…
© AlvnaK
California Academy of Sciences
San Francisco, California.
A must visit place #1
The academy got a lot to offer. It’s a place where both kids and adults can explore and find cool stuffs together. The pictures are just a small glimpse of a marvelous and resourceful place. Would recommend everyone to pay a visit whenever they’re going to plan a trip to San Francisco, California.
Tickets are a bit costly but students can always show their valid student ID to get some discount!
The Yellow Tang
The Dancing Jellyfish
Mermaids Home!
Enjoy everyday!
Wherever you are, whenever you can!
© AlvnaK
Stinky the Diva
Loved this cutie as she’s the most friendliest cat! The way she looked and came towards as if I was so familiar to her! She was giving tons of poses within 15minutes of our cutesy meeting! Couldn’t resist to take some snaps.
These cuddle buds are amazing to have! Fluffy stress relievers!
© AlvnaK
She never goes away,
She stays there,
With her little elephant friend.
© AlvnaK