When Students took charge to ensure Road Safety.

Thoughts:
যদি ছোট পরিসরে খেয়াল করি,
তাহলেই দেখব একটু ক্ষমতাই মানুষকে কতটা স্বৈরাচারী মনভাবের করে তোলে।
সেটা হোক কোন মন্ত্রী অথবা কোন সামান্য কর্মচারি। কর্মচারিও একজন মুচির কর্মে রাজকীয়তা অনুভব করেন।
শিক্ষিত মূর্খের দলও আজ ভারী, শুধু স্বার্থটাই আসল হয়ে উঠেছে।
নেশায় মত্ত মানুষের কোন সময় নেই মানবতা নিয়ে ভাবনা, কারন সে তো আছে কাগজপত্রের উপহাসে।
বিত্তবানেরা অট্টালিকায় বসে আজ তামাশা দেখেন, বড়জোর উহ্ আহ্ করেন কেউ কেউ বোকাবাক্সের অথবা মুঠোফোনের নিউজফিড দেখে।
যারা আজ রাস্তায় তারা কারা? এত সাহস এই ছোট ছোট প্রানগুলো পেলই বা কোথায়? আসলে সাহস বেপারটাও যে এদের আবেগ থেকেই আসা, এরা যে স্বার্থের খেলায় এখনও মত্ত হতে শেখেনি।
দেশটা বড় প্রিয় আমার, স্বাধীনতার সেই নিঃস্বার্থ ত্যাগ, জীবনের মায়া না করা জনসাধারণ ভবিষ্যত প্রজন্মকে দিতে চেয়েছিল এক মুক্ত হাওয়ার দেশ, তারা কোন দলের সদস্য ছিলেন না যখন হানাদার বাহিনী তাদের দেহ গুলিতে ঝাঁঝড়া করে দিচ্ছিলো। তারা সাথীদের হারিয়েও পলায়ন পন্থা বেছে নেন নি। তারা শুধু ভবিষ্যত প্রজন্মকে নিয়েই স্বপ্ন দেখেছিলেন, কোনও রক্তের সম্পর্ক ছিলনা কিন্তু ছিল দেশ এবং আত্মার ভালবাসার টান, মানবতার টান।
আসলেই কি এত অবিচারের কোন শাস্তি নেই? ধামাচাপা আর কতদিন? দোষারোপ করা আর কতদিন? দিনের কি শেষ হয়না? হয়। বিধাতার বিধান আজ খুব কম মানুষ তোয়াক্কা করলেও খন্ডানো যায়না, যাবেনা। পূর্বে রাজত্বের পতন যেমন হয়েছে, অন্যায়ের পতন কেউ দেখুক না দেখুক তা অবধারিত।
Date Written: August 4, 2018
© AlvnaK