This is a poem written in Bengali Language. The very first drafted poem of mine, wrote randomly on a paper, in between taking lecture notes. Poetic lines are precious, randomly comes to the brain then disappears. The thought might be the same but if wouldn’t have written down these precious lines, it would’ve lost the essence of keen expression.
বাস্তবতা
কোথায় সেই উচ্ছলতা?
প্রাণবন্ত জীবন…
আমার মাঝে নেই যে আমি,
খুঁজছি প্রাণপন…
উদারতা সে কি তাকে,
জয় করেছি কি আমি?
নিষ্ঠাচারের জীবন আমার,
দিল কি আমায় গ্লানি?
আজ চারদিকে হাহাকার আমার
স্পষ্ট কিছুই নয়,
হাসিমুখ সে তো বাইরে শুধু
ভেতরে অন্ধকার আলয়।
অস্তিত্ব আমার ভেঙে চুরমার,
আগলে রাখি আড়ালে…
চাপাকান্নাগুলো মৃতপ্রায় হয়,
যখন হাসিমুখে মিশি সকলে।
১৪ জুন, ২০১৪
ঢাকা, বাংলাদেশ
© AlvnaK
Great post 😁
LikeLiked by 2 people